গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ রবিবার বিকালে কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা এলাকায় অভিযান চালিয়ে ২০১৫ সালের একটি হত্যামামলার আসামী,কুতুবজোম তাজিয়া কাটার রশিদ মিয়ার পুত্র মোঃবেলাল’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি(তদন্ত)আশিক ইকবাল বলেন-২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি মোঃবেলাল দীর্ঘ দিন
ধরে আত্মগোপনে ছিল।
থানার অফিসার ইনচার্জ (ওসি)মোও আব্দুল হাই এর নির্দেশে থানা পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কৃত আসামী মোঃবেলাল’কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।