গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির সিকদার কতৃক লম্বাঘোনা বাজার সংলগ্ন এলাকায় সরকারী পাহাড় খেটে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল।
উক্ত সংবাদের ভিত্তিতে আজ ২২ মার্চ সকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী আদালত,সরকারী পাহাড় খেটে অবৈধ স্থাপনা নির্মাণ গুড়ি দিলেন।
এমন সময় সাথে ছিলেন,মহেশখালী উপজেলা (ভূমি)অফিসের সহকারী শিমুম,মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট সহ স্থানীয় সাংবাদিক আ ন ম হাসান ও এস এম রোবেল।
এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট-খোরশেদ আলম চৌধুরী বলেন-সরকারী পাহাড় কাটা আইনগত অপরাধ,সরকারী সম্পাদ রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।
মহেশখালীর কে কোন স্থানে সরকারী জমি দখল ও পাহার কাটার সংবাদ আপনারা উপজেলা প্রশাসন’কে দেন,তারা যে দলের হোক না কেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।