গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
আসন্ন হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৪ নং ওয়ার্ডের এবারে নতুন মেম্বার প্রার্থী হয়েছে বিশিষ্ট সমাজ সেবক তরুন প্রজন্মের প্রিয় মুখ মোহাম্মদ সেলিম সিকদার।
জরীপে দেখা যায়-গত ২৩ মার্চ রাতে হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৪ নং ওয়ার্ডের মেম্বার
পদ-প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক তরুণ প্রজন্মের প্রিয় মুখ মোহাম্মদ সেলিম সিকদারের সম্মর্থনে উঠান বৈঠকে অত্র ওয়ার্ডের হাজারো অধিক মানুষের ঢল নামে,এতে প্রমাণ হয়,মোহাম্মদ সেলিম সিকদার ০৪
নং ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
ছাত্র রাজনীতি করে উঠে আসা মোহাম্মদ সেলিম সিকদার’কে ৪নং ওয়ার্ডের তারুন্যের প্রতীক হিসেবে আশা করছে ভোটারা।
৪নং ওয়ার্ডের তরুণ ও নারী ভোটাররা পরিবর্তনের আশায় পছন্দের প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম সিকদার’কে মেম্বার প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে ৷
পাশাপাশি প্রতিষ্ঠিত একজন ব্যাবসায়ী এবং ক্লিন ইমেজের লোক হিসেবে হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের ভোটারদের আলাদা দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন মোহাম্মদ সেলিম সিকদার।
মোহাম্মদ সেলিম সিকদার বলেন-
তরুণ ও নারী ভোটাররা অত্র ওয়ার্ডের পরিবর্তনের আশায় আমাকে মেম্বার প্রার্থী হিসেবে বেঁচে নিয়েছেন।
আমি অত্র ওয়ার্ডের জনগণের পাশে সুখে দুঃখে ছিলাম,আছি,আগামীতে থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমার সহায়,জনগণই আমার শক্তি।
আগামী ১১ এপ্রিল হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৪ নং ওয়ার্ডের মেম্বার পদে ভোটারদের কাছে ভোট চাই ও সহযোগীতা কামানা করি।