নিজস্ব প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোছাইন এর পক্ষে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাইদুল আমিন টিপু উদ্যোগে ছিন্নমূল অসহায়, হাসপাতালের রোগী ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৯এপ্রিল) বিকালে উখিয়ার বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করেন।
উক্ত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, কলা ও পানি।
এসময় সাইদুল আমিন টিপু বলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোছাইন কর্মীদের ইফতার বিতরন কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশে নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি আরো বলেন দুই শতাধিক খাবার প্যাকেট বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, উখিয়া কলেজ ছাত্রলীগের এইচএসসি ২য় বর্ষের সাবেক সভাপতি মিজানুর রহমান, ১ম বর্ষের সাবেক সভাপতি, ইমাম হোসাইন, ১ম বর্ষের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল রানা, উপজেলা ছাত্রলীগ নেতা,
সিরাজুল ইসলাম আপেল, শাহ্ মোহাম্মদ অলি উল্লাহ্, শাহারিয়ার ইসলাম আশেক, ভুট্টো বড়ুয়া জয়, রাজপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা,মুফিজুর রহমান,সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ জুবাইর, মোহাম্মদ বুলবুল,মোহাম্মদ আমির হামজা
রত্নাপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা,সাইফুর রহমান সুজন,আনোয়ার ইসলাম ,সোহেল রানা খোকন,আরিফুল ইসলাম,পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা,,মোহাম্মদ রাফিনুর রহমান, মোহাম্মদ আলমগীর,হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা,মোহাম্মদ ফারুক,রয়েল বড়ুয়াসহ প্রমুখ।
উল্লেখ্য উখিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের ছেলে।