অাজিজুল হক রানা::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন আলুগুলার মাঠ ইমাম বোখারী হাফেজখানা ও ফোরকানিয়া মাদ্রাসার ছাদ ঢালায় কাজের উদ্ভোধন করা হয়েছে।
০৬ মে বুধবার সকাল ৯টার সময় ছাদ ঢালাইয়ের উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল’র বনায়ন প্রকল্প সমন্বয়কারী মশহুর-উর অালম,এডমিন- একাউন্টস রিয়াজুল ইসলাম ও ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি এম ছৈয়দুল বশর, বৃহত্তর ঘুমধুম-তুমব্রু বালুখালী সিএনজি-মাহিন্দ্রা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল’র বনায়ন প্রকল্প সমন্বয়কারী মশহুর-উর অালম বলেন-পশ্চাৎপদ এলাকায় ধর্মীয় প্রতিষ্টানের উন্নয়নে এগিয়ে অাসতে পেরে অামরা গর্বিত। অাগামীতে এলাকার সার্বিক উন্নয়নে অামাদের সহযোগিতা চলমান থাকবে।
এমন মহৎ কাজে এগিয়ে অাসায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি এম ছৈয়দ বশর। তিনি অারো বলেন যারা উক্ত মসজিদের বর্ধিত ভবন নির্মাণে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের কাছে ঘুমধুম এলাকাবাসীর পক্ষ থেকে অামি কৃতজ্ঞ।
উল্লেখ্য-রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল গ্রুপ দীর্ঘদিন ধরে ঘুমধুম এলাকার গরিব, অসহায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করে অাসছেন।