গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলার অন্তর্গত মহেশখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার প্যারাবন থেকে আজ ১০মে (সোমবার) বিকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো মহেশখালী থানা পুলিশ।
মৃত যুবকের বাড়ি কুমিল্লায় বলে সনাক্ত হয়েছে।
মহেশখালী থানার এস আই মনিষ সরকার জানান, মৃত
দেহের কাজ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সিম চালু করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পেশায় সেই একজন কাঠমেস্ত্রী বলে জানান তাঁর পরিবার।
গত ২দিন ধরে সেই নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেন তার স্বজনরা ।
রাতে কুমিল্লাহ থেকে নিহতের স্বজনরা মহেশখালীর উদ্যেশে রওয়ানা হয়েছেন বলে নিহত পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।