দ্রুত সময়ে টেকসই বেরিবাঁধ নির্মাণ করা হবে!
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
সম্প্রতি সময়ে মহেশখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে ০৫ জুন সকালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এই সময় তিনি বলেন-দ্রুত সময়ে টেকসই বেরি বাঁধ নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন-কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী,মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান,মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার মো: উল্লাহ,জেলা পরিষদের সদস্য মাষ্টার রুহুল আমিন, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম ছমি উদ্দীন,মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা,কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।