সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালী উপজেলা মৎস্য অফিসের দিন ব্যাপী অভিযানে বিভিন্ন নদী মোহনায় অভিযান চালিয়ে ৩টি বিহিন্দী জাল জব্দ করেছে।
২৯ই মে মহেশখালী উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা কালে ৩টি বিহিন্দী জাল জব্দ পরবর্তী আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করায় জাল জব্দ করে পুড়ে ফেলা হয়।
একই সাথে ৬০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট করা হয় । অভিযানে নেতৃত্বদেন কোস্টগার্ডের কর্মকর্তা ও মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আঃ রহমান খান, সহকারী অফিসার রবি চাকমা।
দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি,জেলেদের আর্থিক সচ্ছলতা আনায়নের লক্ষে সাগরে ৬৫দিন মাছ ধরা কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।