সহকারী কমিশনার (ভূমি)এস এম আলমগীর
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী বদরখালীর প্রধান সড়কের পশ্চিম পাশে সরকারী খাস জমিতে দোকান নির্মানকাজ বন্ধ দিয়েছে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
আজ বুধবার (৯ জুন) বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী বদরখালী প্রধান সড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করেন-
উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
সুত্রে জানা যায় ,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে উত্তর নলবিলার প্রভাবশালী ভুমিদস্যু অরুণ কান্তি বড়ুয়ার পুত্র মাষ্টার ছদির বড়ুয়া ও কালা বড়ুয়ার পুত্র সুবদি বড়ুয়া সরকারী খাস জমি দখল করে দোকান নির্মাণ করার খবর পেয়ে মহেশখালীর সহকারী কমিশনার ( ভূমি ) এস এম আলমগীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
উক্ত বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি ) এস এম আলমগীর জানান,মহেশখালীর কোথাও সরকারী জমি দখল কিংবা অবৈধ স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসময় তিনি সরকারী জমি উদ্ধারে স্থানীয়দের সহযােগীতা কামনা করেন।