গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় দাপে প্রচারণার ১ম দিনে রাজঘাটে প্রচারণা কালে,মােটর সাইকেল চুরি সংক্রান্ত একটি সালিশের জের ধরে বর্তমান চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ উপরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে বলে জানা যায়।
০৯ জুন বুধবার রাত অনুমান ৯ ঘটিকার সময় মাতারবাড়ী রাজঘাটে চেয়ারম্যানের উপর এই হামলা হয় ।
মােটর সাইকেল চুরি সংক্রান্ত একটি সালিশের জের একজন যুবক হঠাৎ পিছন থেকে এসে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে বলে জানাগেছে । এতে তিনি রক্তাক্ত আহত হয়েছেন ।
মহেশখালী জোনের সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন -চেয়ারম্যান মােহাম্মদ উল্লাহ বিগত সময় মােটর সাইকেল চুরি সংক্রান্ত একটি সালিশ করেছিলেন,
এ সালিশের জের ধরে তার উপর এই হামলা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে তথ্য পেয়েছে ।
এটি কোনাে নির্বাচনী ইস্যুতে সংঘটিত ঘটনা নয় বলেও পুলিশ জানিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়-আহত হওয়ার পর তাকে উদ্ধার করে মাতারবাড়ি মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়,তার মাথার একটি অংশ ফেটে গিয়ে রক্তাক্ত আহত হন তিনি ।
চেয়ারম্যানের পারিবারিক সূত্র জানা যায় – মূলতঃ তাকে হত্যা করার জন্যই রাতের আধারে পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে।
ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা ।