গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সরকার ঘোষিত লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৯ জুন) সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে মহেশখালী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট কঠোর অবস্থানে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট।
প্রতিদিনের ন্যায় আজও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান রয়েছেন মাঠে।
সাথে আছে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবালের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট।
প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
মহেশখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই উপজেলা প্রশাসন আছে সতর্ক অবস্থানে।
এসময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটকসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জনসচেতনতায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন-
আসুন আমরা বৈশ্বিক এই করোনা ভাইরাসের সংক্রমণ হতে দেশ ও নিজেকে রক্ষা করতে আরো বেশি সচেতন হই।
স্বাস্থ্যবিধি মেনে চলি। বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হই এবং অতি প্রয়োজনে বাহিরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করি। মনে রাখবেন আমরা সচেতন হলেই বাঁচবে দেশ।