গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা বড়দিয়ার পশ্চিমে
প্যারাবনের হাজার হাজার বাইন গাছ কেটে অবৈধভাবে চিংড়িঘের নির্মাণকারীদের কবল থেকে সরকারী জমি দখলমুক্ত করেছে উপকূলীয় বনবিভাগ মহেশখালীর রেঞ্জ।
শনিবার(১০জুলাই)সকাল থেকে টানা ৬ ঘন্টার অভিযানে ১০ একর জমি দখলমুক্ত করা হয়।
এসময় প্যারাবন নিধন করে নির্মিত দুইটি চিংড়ী ঘেরের বাঁধ কেটে দিয়ে সরকারী জমি উদ্ধার করলাে বনবিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে কুতুবজোমের বড়দিয়াসহ দ্বীপের বিভিন্ন এলাকায় বিশাল প্যারাবন কেটে স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালীরা জোটবদ্ধ হয়ে নির্মাণ করে আসছে অবৈধ চিংড়ি ঘের।
মহেশখালী পরিবেশ বাদী সংগঠনের নেতার প্যারাবন কেটে চিংড়ী ঘের নির্মাণে নিরব দশকের ভুমিকা থাকলেও আজ বনবিভাগের অভিযানে অবৈধ চিংড়ি ঘের কেটে দেওয়ায় পরিবেশবাদী সংগঠনের নেতারা বনবিভাগের লােকজনকে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়-
বনবিভাগ নামে মাত্র এই অভিযান পরিচালনা করে,প্রভাবশালী সিন্ডিকেট কাছে মোটা অংকের টাকার বিনিময়ে বন বিভাগের লোক জন অনেক কিছু দেখেও না দেখার বান করে বসে থাকে।
আজকের অভিযান লোক দেখানো মাত্র।বনবিভাগের লোক জন চলে আসার সাথে সাথে প্রভাবশালীরা পূনরায় চিংড়ীঘেরের বাঁধনির্মাণ করে।
অভিযান চালিয়ে অবৈধ চিংড়ি ঘের কেটে দেওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উপকূলীয় বনবিভাগের গােরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান।
তার কাছে অবৈধ দখল কারীদের নাম ঠিকানা জানতে চাইলে কৌশলে ভিন্ন দিখে মোর নেয়।
এবিষয় নিয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান বন কর্মকর্তা।
সম্প্রতি সময়ে সরকারী জমি দখল করে ক্ষতি পুরন পাওয়ার আশায় রাতের আধারে চিংড়ী
ঘের সহ নানান স্থাপনা তৈরি করছে এলও অফিস কেন্দ্রিক উপজেলার একটি প্রভাবশালী সিন্ডিকেট।
তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন ।