1. shahalom.socio@gmail.com : admin :
  2. zahangiralam353@gmail.com : Channel Inani :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ কাট্রলী আব্দুর পাড়া ব্লাড ডোনেশন সোসাইটির কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুলাহাজারায় ট্রেন দেখতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত নগরীর হালিশহরের ৩ আসামি গ্রেফতার ঢাকায়। চট্টগ্রামের বোয়ালখালতে অভিমান করে স্কুল ছাত্রর আত্মহত্যা চমেক হাসপাতালে রামুর রিমন শর্মা নামেপরিচিত এক দালাল গ্রেফতার ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের একমাত্র মাপকাঠি কুরআন-সুন্নাহ শহরে পাহাড়কাটা মামলায় ২ জনকে দেড় বছরের কারাদণ্ড,১লক্ষ টাকা জরিমান চট্টগ্রামের বোয়ালখালীতে এক সন্তানের মায়ের আত্মহত্যা বিজয় ও বুদ্ধিজীবী দিবস ঈদগাঁও উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি 553480201701351027

মহেশখালীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবী যৌতুকের জন্য পরিকল্পিত ভাবে হত্যা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে

গাজী মোহাম্মদ আবু তাহের

দ্বীপ উপজেলা মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় তামান্না জান্নাত (২১)নামে এক গৃহবধূর বিষপানে রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৬ জুলাই সকাল এই ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ কালামারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার মােঃ ফরহাদের স্ত্রী।

তামান্না জান্নাত(২১) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সাইড ডেইল এলাকার ফরিদুল আলমের মেয়ে ।

স্থানীয় সূত্রে জানা যায়-

পারিবারিক কলহ ও দশ হাজার টাকার যৌতুকের দাবীর জেরে তামান্নার শ্বশুর বাড়ীর লোক জনের সাথে মনমালিন্য চলে আসছিল দীর্ঘদিন ধরে ।

নিহত তামান্না জান্নাত(২১)গত ৩ মাস যাবত তার পিতার বাড়ী চকরিয়াতে ছিল ।

ঝাপুয়া এলাকার সাবেক মেম্বার রশিদ ও বদরখালীর মেম্বার তারেকুল ইসলামের মধ্যস্থায় সমঝােতা করে গত ৫ দিন আগে নিহত তামান্না জান্নাত(২১)তার পিতার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসে।

গত ১৫ জুলাই রাতে নিহত তামান্না জান্নাত(২১) শ্বশুর বাড়ির লােকজনের সাথে কথা কাটাকাটি হয় কিন্তু আজ সকালে রহস্যজনক ভাবে বিষপান করলে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে পরে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত তামান্না জান্নাত(২১) মৃত্যু নিয়ে
উভয় পরিবারের পাল্টা পাল্টি বক্তব্য মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

স্থানীয় এলাকাবাসীরা মনে করেন এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে বের করা হোক।

নিহত গৃহবধূ তামান্নার মা হাসিনা বেগমের দাবী করেন,তার মেয়েকে শ্বশুর বাড়ীর লােকজন যৌতুকের টাকা জন্য শারিরিক নির্যাতন করে পরিকল্পিত ভাবে খুন করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়।

মেয়ে হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।

নিহত তামান্না জান্নাত(২১)শ্বশুর আমির হােসেন বলেন-

পরিবারের সকলের অজান্তে তামান্না জান্নাত পানের বরজের জন্য আনা বিষ পান করলে আমরা সাথে সাথে তার পিতার বাড়িতে সংবাদ জানায় এবং হাসপাতালে নিয়ে যায়
সেখানেই মৃত্যু হয়।

উক্ত বিষয়ে কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন-

ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই
মহেশখালী থানা অফিসার ইনচার্জ কে ঘটনার সম্পর্কে অবহিত করি।

এটা হত্যা কি আত্মহত্যা তা তদন্ত করলে
বের হয়ে আসবে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল হাই বলেন-

বিষপান এক গৃহবধূর মৃত্যু খবর পাওয়া গেলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে,তদন্ত পূর্বক আত্মহত্যা নাকি হত্যা তা বের করে দূষিদের বিরুদ্ধে আইনানুগ প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com