গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিপাহিরপাড়ায় কুরবানির মাংসের ভাগবাটোয়ারা ইসুতে একই পরিবারে ৪ জনের বিষপান করেছে।
মায়নুর নামের ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
অপর ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে,বর্তমানে চিকিৎসা চলছে।
গত বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিপাহিরপাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়-
ইয়ার মোহাম্মদে বোনের বাড়ি থেকে কুরবানির মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়।
এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুর (১৪) ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ খান মুরশেদা আক্তার।
পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির শব্দ পেয়ে উকি দিয়ে দেখে দরজা বন্ধ।
প্রতিবেশিরা ডাকাডাকি করেও কোন খবর না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ১৪ মাস বয়সের শিশু মাইনুরকে মৃত ঘোষণা করেন।
বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এমইউপি সদস্য জাকারিয়া।
মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, কুরবানি মাংসের ভাগবাটোয়ারা ইসুতে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের ১টি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।