এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি
বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করেছে।
উপজেলা জুড়ে গত কয়েক মাসে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ও চোরদের উৎপাত বেড়ে যাওয়ায় মানুষ অজানা ভয়-ভীতিতে রাত কাটাচ্ছে। দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্যম বাইশারী শাহানুর উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ পিতা মোঃ হাসান এর বাড়ি চুরি হয়।
বাড়ির মালিক আব্দুল্লাহ জানান, ঈদের ছুটিতে আমি আমার পুরানবাড়ি থঙ্গকাটা ফ্যামিলি সহ গিয়েছিলাম। গত মঙ্গলবার ২৭শে জুলাই দিবাগত রাতে আমার বাড়ি চুরি হয় এসে দেখি বাড়ি দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমিরা ওয়াল শোকেস, ট্রাংক এর তালা ভেঙ্গে মসজিদের জামান তিন হাজার টাকা বিভিন্ন মালামাল ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যায়।
ঘটনায় মধ্যম বাইশারী এলাকা জুড়ে চুরির আতঙ্ক বিরাজ করছে।
মধ্যম বাইশারীর এক ব্যবসায়ী হাবিবুল্লাহ পিতা নুরু জানান, গত কিছু দিন আগে আমার দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, মালামাল চুরি করে নিয়ে যায়, ছোট বড় এরকম চুরি প্রায় হচ্ছে। এসব চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্ক আছে বলে জানান তিনি।
বাইশারী হলুদ্যাশিয়া মৃত চাঁদ মিয়ার ছেলে মোঃ মফিজুর রহমান জানান গত ২৪শে জুন রাতে আমার একটি ডাম্পার চুরি হয়। যার চেসিস নাম্বার- FG538BD-420557, ইঞ্জিল নাম্বার-4035-74864 অনেক খোঁজাখুঁজির পরেও এই পর্যন্ত কোন সন্ধান এখনও মিলেনি।
সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ এর ছেলে মোঃ হাবিবুর রহমান জানান গত ৮ই ডিসেম্বর আমার একটি মোটর সাইকেল চুরি হয়, যার চেসিস নাম্বার- 88950, ইঞ্জিল নাম্বার-44267 অনেক খুঁজাখুঁজি করার পরেও আমার মোটর সাইকেলটি পাওয়া যায়নি। এই চোরের সিন্ডিকেট অনেক শক্ত এবং দলে ওরা অনেক।
সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু, বর্তমান ইউপি সদস্য নুরুল আজিম, এবং এলাকার সচেতন ব্যক্তিরা বলেন কয়েক মাস যাবত চুরির ঘটনা চোরদের উৎপাত এলাকায় বেড়েই চলছে। এলাকায় রাতে পুলিশ প্রশাসনের ভূমিকা কম থাকায় চুরি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করছেন তারা।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি সত্যতা নিশ্চিত করে বলেন, এসব চোরদের জায়গা আমার এলাকায় হবে না। এই চোর সিন্ডিকেট শুধু আমার এলাকার নয় বাহিরেরও রয়েছ এদেরকে ধরতে পারলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
এসব বিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি এনামুল হক ভূঁইয়া জানান, এলাকার চোরের সিন্ডিকেট আমাদের হাতে ধরা পড়লে এবং যদি কেউ ডকুমেন্ট সহ চোর ধরিয়ে দিলে তার উপযুক্ত শাস্তি সহ আইনের আওয়াতা আনা হবে।