গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
“ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল”
এই স্লোগানকে সামনে রেখে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২১ ইং থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে।
এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা।
দ্বীপ উপজেলা মহেশখালীর সকল (ভূমি) মালিক ও সাধারণ জনগণকে(ভুমি)সংক্রান্ত সেবা সঠিক উপায়ে প্রদানের লক্ষে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৪ জুলাই জুলাই ২০২১ ইং তারিখে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যােগ দেন বিসিএস ক্যাডারের চৌকস কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর পর থেকে বদলে যায় উপজেলা(ভূমি)অফিস ও সংশ্লিষ্ট তহশিল অফিসের চিত্র ।
“ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল”এই স্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের আর্দেশ বাস্তবায়নে দ্বীপ উপজেলা মহেশখালীর সকল শ্রেণির ভূমির মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান-
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সরকার ভূমি উন্নয়ন কর(ভূমির খাজনা) ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন-
সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ৮ সেপ্টেম্বর,২০২১ইং এর পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে আর (ভূমি)
উন্নয়ন কর আদায় করা হবে না।
এর পরিবর্তে অনলাইনে(ভূমি)উন্নয়ন কর আদায় করা হবে।
এর ফলে ভূমি মালিকগণ ইউনিয়ন(ভূমি)অফিসে না
গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা দেশের বাইরে বসেও (ভূমি) উন্নয়ন কর প্রদান এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন।
মহেমখালী উপজেলার সকল ইউনিয়নে/পৌরসভায় (ভূমি) অফিস সমূহে মৌজা ওয়ারী (ভূমি) মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়ার কার্যক্রম চলছে।
এ প্রচেষ্টা সফল করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
অনলাইন(ভূমি) উন্নয়ন কর প্রদানের জন্য যা করতে
হবে-
ঘরে বসেই ভূমি মালিক www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে
ক) মোবাইল নাম্বার
খ) ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ও
গ) জন্মতারিখ লিখলে আপনার মোবাইল এ একটি
৬ ডিজিট এর OTP কোড যাবে।
মোবাইল এ প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে।
নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার আইডিতে লগইন করতে হবে।
আইডিতে প্রবেশ করে আপনি খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিলে আপনার কাজ শেষ।
পরবর্তী কাজ ইউনিয়ন ভূমি অফিস করবেন।
আপনি এই আইডি থেকে পরবর্তীতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তহশিল অফিসে যেতে হবে না।
আপনি সংশ্লিষ্ট তহশিল অফিসে গিয়ে আপনার মোবাইল,এনআইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ,
খতিয়ান নিয়ে গিয়েও আপনার অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এক্ষেত্রে নাগরিকদের কোন টাকা খরচ করতে হবে না।
সরকারের এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্ট (ভূমি)অফিসে যোগাযোগ করে আপনার (ভূমি) মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি মহেশখালী।
অন্যথায় (ভূমি) উন্নয়ন কর প্রদানে জটিলতাসহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।