নিজস্ব প্রতিবেদক
সারা বাংলাদেশে ডেলিভারি দেয়ার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ওসি লেটের পর এখন কক্সবাজার থেকে সরাসরি মটোরবাইক ডেলিভারি করবে এই প্রতিষ্ঠান। গত ৪ই সেপ্টেম্বর কক্সবাজারে র সায়মন হোটেলে এক প্রেস কনফারেন্স-এ আনন্দে র বাজার এর ‘এমডি ও সি ইও’ এই কথা জানান।
বাংলাদেশে সবচেয়ে দ্রুত এবং প্রতিশ্রুতি অনুয়ায়ী মটোরবাইক ডেলিভারি দিয়ে আসছে আনন্দের বাজার।
এবার কক্সবাজারে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে ই আনন্দের বাজার অথোরাইজড ডিলার পয়েন্ট থেকে বাইক
ডেলিভারি করবে । আনন্দের বাজার এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এ এইচ খন্দকার মিঠু বলেন, ই-কমার্স একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
দেশের সকল জনগণ যাতে এই প্লাটফর্ম এর সুবিধা উপভোগ করতে পারেন আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।