গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলায় ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহিরপাড়া এলাকায় জৈনিক মকসুদ মিয়া বাড়ীর রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে তার বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১০ ই সেপ্টেম্বর) সন্ধ্যায় ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহিরপাড়া এলাকার মৃত ছিদ্দিক মিয়া’র পুত্র মকসুদ মিয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে এতে প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়-
স্থানীরা আগুন দেখে মহেশখালী ফায়ার সার্ভিস’কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷
কিন্তু এর আগেই আগুনে ঐ বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়।
মহেশখালী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় –
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।