হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ির পানছড়িতে ব্যাটালিয়ন ৩ বিজিবি কর্তৃক ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। আজ শনিবার( ১৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৬টার দিকে লোগাং সিআইও ক্যাম্পের সামনে এসকল পন্য আটক করা হয়েছে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন এর অধীনস্থ ৩ বিজিবি লোগাং ক্যাম্পের সুবেদার সৈয়দ মাসুদ রানার নেতৃত্বে একটি বিশেষ টহল দল ক্যাম্প সংলগ্ন নিরাপত্তা চৌকিতে সিএনজি তল্লাশী করে মালিক বিহীন অবস্থায় জিরা, চাপাতা, সাবান, শালিমার আগরবাতি , ব্রাজিল পাইনাপেল ইনছেনসিস আগরবাতি, ইদুর মারার বিষ, জনসন ক্রিম কন্ডিশন ব্যবহৃত প্রযুক্তি ও মালামাল বহনের থলে আটক করে। যারা আনুমানিক মূল্য প্রায় ৫৩ হাজার টাকা।