জাহাঙ্গীর আলম
“‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন’“ এ প্রতিপাদ্যে কক্সবাজারে আজ বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজম্যান্ট কমিটির উদ্যোগে সৈকতে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সুগান্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়।
পরে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে তার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবু সুফিয়ান, কক্সবাজার পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা একেএম তারিকুল আলম, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহি উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, টুর অপারেটর এসোসিয়েশন অফ ককসবাজারের (টুয়াক) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম,এ হাসিব বাদল, সভাপতি আনোয়ার কামাল বক্তব্য রাখেন।
এ সময় হোটেল মোটেল সহ পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।