1. shahalom.socio@gmail.com : admin :
  2. zahangiralam353@gmail.com : Channel Inani :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ অপরাহ্ন

কয়লা বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরী দিচ্ছে পসকো ইঞ্জিনিয়ারিং এন্ড কনশট্রাকশন

  • আপডেট করা হয়েছে বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

 

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী

সামাজিক কর্মকান্ডের অধীনে মহেশখালীর মাতারবাড়িতে চলমান কয়লা বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় বেকার যুবকদের চাকরি নিশ্চিত করছে কোরিয়ান কোম্পানী পসকো ইঞ্জিনিয়ারিং এন্ড কনশট্রাকশন।

অনলাইন জব ট্রেনিংয়ের মাধ্যমে অদক্ষ জনবলকে দক্ষ করে তোলে নিজস্ব কোম্পানীতে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এ সংস্থাটি।

এই প্রক্রিয়া চলমান থাকবে এবং পর্যায়ক্রমে স্থানীয়দের চাকরী নিশ্চিত করা হবে বলে পসকোর উর্ধ্বতন কর্মকতারা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়- মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্রজেক্টে ৬০ দিন ব্যাপী অনলাইন জব ট্রেনিংয়ের মাধ্যমে উত্তীর্ণ হয়ে কোরিয়ান কোম্পানী পসকো ইঞ্জিনিয়ারিং এন্ড কনশট্রাকশনের অধীনে বিভিন্ন ক্যাটাগরীতে ইতিমধ্যে ৫০ জন স্থানীয় যুবক চাকরী করছেন এবং আরো ২৫ জন যোগদানের প্রক্রিয়ায় চলমান আছে।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সনদ ও প্রশিক্ষণ ভাতাও প্রদান করে পসকো।

এদিকে অদক্ষ জনবলকে অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে নিজস্ব কোম্পানীতে চাকরী দেয়ার এই প্রক্রিয়ায় বর্তমানে আরো ১৫০ জন প্রশিক্ষনার্থীর প্রশিক্ষণ চলছে।

প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ, ভাতা ও চাকরী নিশ্চিত করা হবে বলে পসকোর দায়িত্বশীল সূত্র জানায়।

এই প্রকল্পের অধীনে পসকোতে চাকরী হওয়া মাতারবাড়ীর মোঃ নুর বকস, আলমগীর হোসেন ও ধলঘাটার আশেক উল্লাহ জানিয়েছেন-

মাতারবাড়ীতে চলমান প্রকল্পে কোন প্রকার তদবীর ছাড়ায় সহজ প্রক্রিয়ায় চাকরী পেয়েছেন।

চাকরির আগে প্রশিক্ষণের ব্যবস্থা করায় কাজের ধরণ সম্পর্কে দক্ষতাও অর্জন করেছেন তারা।

পসকো ইঞ্জিনিয়ারিং এন্ড কনশট্রাকশনের এডমিন ম্যানেজার মি. সুন জে লি জানান-

প্রকল্পের আশেপাশে অবস্থানরত স্থানীয় অদক্ষ লোকদের প্রশিক্ষণ ও চাকরী প্রদানের মাধ্যমে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলায় পসকোর লক্ষ্য ও উদ্দেশ্য।

বেকারত্ব দূরীকরণে এটি একটি পসকোর সামজিক কর্মকান্ডের অংশ, এই প্রক্রিয়া পর্যায়ক্রমে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com