গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালীতে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে জরুরী এম্বুলেন্স সেবা শুভ উদ্বোধন করা হয়েছে।
৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টায়,
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়ার হোপ বার্থ সেন্টারে একটি বেসরকারি সংস্থার অর্থায়নে এম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেন- কক্সবাজার-২,মহেশখালী- কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন-
দ্বীপ উপজেলা মহেশখালী দুর্গম এলাকায় প্রসূতী মা ও শিশুর সুরক্ষার জন্য যে এম্বুলেন্স সেবা চালু করা হয়েছে তা অত্যান্ত আনন্দের,
তার জন্য হোপ ফাউন্ডেশন প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।
সভাপতির বক্তব্য হোপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডাঃ ইফতেখার মাহমুদ বলেন-
আমরা নিরাপদ মাতৃত্বের সেবার কথা চিন্তা করে দুর্গম এলাকায় এম্বুলেন্স সেবা চালু করি।
আশা করি অসহায় গরীর মানুষেরা সহজেই নিরাপদ মাতৃত্বের যোগাযোগ সেবা গ্রহণ করতে পারবেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুর হক,
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ,
মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম এনামুল করিম,আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম রায়হানসহ হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীগণ।