গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)
মোঃ আব্দুল হাই এর মানবিক উদ্ধোগে বিচ্ছেদের হাত থেকে রক্ষা পেল ১টি সংসার।
সহযোগিতায় ছিলেন-মহেশখালী থানার ওসি (তদন্ত)আশিক ইকবাল,এস আই মফিজ,এএস আই নুরুন্নবী টিপু,এএস আই আকবর।
সার্ভিক সহযোগীতায়র ছিলেন-
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হাবিবুল্লাহ,মহেশখালী প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আবুতাহের,জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার মহেশখালী উপজেলা প্রতিনিধি মিছবা উদ্দিন আরজু।
মহেশখালী উপজেলা বড় মহেশখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৌলভী আনসুর আলী পাড়ায় দীর্ঘদিনের স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মিমাংশায়,স্বামী স্ত্রীর বিচ্ছেদের কাচা কাচি ১টি সংসারে,স্বামী কাছে স্ত্রী কে তুলে দিলেন-মহেশখালী থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই।
উল্লেখ্য যে স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ’কে কেন্দ্র করে কতিপয় নেতাদের বিচারের নামে দেন দরবার ভালই জমে উটেছিল।
পরিশেষে ২৪ অক্টোবর রবিবার রাতে মহেশখালী থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই এর মধ্যস্থায় স্বামী স্ত্রী পূনারায় ফিরিয়ে পেলেন তাদের সংসার,তাদের সংসারে ফুটফোটে দুই টি ছেলে ও দুইটি কন্যা সন্তান ছিল,ছেলে,মেয়ে পেল পিতার আদর স্নেহ, স্ত্রী পেল স্বামীর অধিকার।
মহেশখালী থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই এর মানবিক উদ্ধোক’কে স্বাগতম জানিয়েছেন-মহেশখালী উপজেলার সচেতন মহল।