মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের উত্তর পাঁহাশিয়াখালী এলাকার কাসেম উল্লুম মাদ্রাসার নুরুল আবছার নামে এক ছাত্রের নিখোঁজের ১২ দিন পরও সন্ধান মিলেনি।
মোঃ নুরুল আবছার গত ২৮ নভেম্বর সকাল ৯ টা দিকে নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।মাদ্রাসায় পড়ালেখার চাপ ও ধরাবাঁধা নিয়মের কারণে শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে গেছে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ ছাত্র ইসলামপুর ইউনিয়নের নাতিপখালী এলাকার নুরুল হকের ছেলে মোঃ নুরুল আবছার (১১) গায়ের রং শ্যামলা পরনে কফি কালাল পাঞ্জাবি আঞ্জালিক ভাষায় কথা বলে, সে গত ২৮ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও নুরুল আবছারের খোঁজ মেলেনি।নুরুল আবছারের খোঁজ পাওয়ার জন্য ফাতেমা বেগম সবার সহযোগিতা চেয়েছেন।
বহু খোঁজাখোজি করে কোথাও না পেয়ে ১০ ডিসেম্বর ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা জন্য যাবে বলে জানিয়েছেন তাঁর মা ফাতেমা।