গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ উপজেলা মহেশখালীর অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করা মহেশখালীর পেশাজীবী সন্তানদের সংগঠন মহেশখালী পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
২০২১ইং সালের শেষ দিনে ৩১শে ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় মহেশখালী ঐতিহ্য সম্বলিত মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা ক্রেস্ট, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও মোহনীয় দ্বীপ মহেশখালী ব্রান্ডিং বুকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালীর কৃতিসন্তান সিনিয়র সহকারী সচিব ও মহেশখালী পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত কক্সবাজার জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ,সাবেক মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান,মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম,কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল হাই ৷
আমন্ত্রীত অথিতি বৃন্দ বক্তব্য বলেন-
মহেশখালীর শিক্ষিত জনগোষ্টিকে বেকার মুক্ত করতে কর্মমূখী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টার দাবী তুলে বলেন-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বীপ উপজেলা মহেশখালীকে ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।
এ সব প্রকল্পে জমিদাতাদের যোগ্য ব্যক্তিদের অন্তত দশ ভাগ শিক্ষিত লোককে উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থানের আহবান জানান।
একই সাথে জেটিঘাটের দূর্বিসহ কষ্টের নিরসনে স্থানীয় সংসদ সদস্যকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানান।
প্রত্যেক শিক্ষার্থীদের জীবনেই কোনো না কোনো শিক্ষকের অবদান রয়েছে। তবে প্রিয় শিক্ষকের কথা উঠলেই বেশির ভাগ মানুষ প্রাথমিক ও মাধ্যমিক সহ সকল স্তরের শিক্ষকদের মাঝ থেকে পছন্দের শিক্ষকের কথা স্মরণ করে স্মৃতিচারন করে থাকে।
স্মৃতিচারণা করতে গিয়ে কেউ কেউ হয়েছেন আবেগ প্রবণ। প্রায় দুই ঘণ্টা ধরে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন প্রিয় শিক্ষকদের গল্প।
ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকেরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন –
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম.আজিজুর রহমান বিএ, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম বিএ, পেশাজীবি সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন এর সঞ্চালনা অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নুরুল ইসলাম,বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফাহমিদা রশিদ স্বাতি, প্রফেসর মুহাম্মদ ইসহাক, সফল অভিভাবক জাকের হুসাইন, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ ইলাহী বকস,কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এস এম বাকি উল্লাহ, অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক কানু কুমার চৌধুরী,
অবসরপ্রাপ্ত শিক্ষক দীলিপ কুমার দাশ, সংগঠনের সহ সভাপতি মোঃ সরওয়ার কামাল, প্রফেসর মোহাম্মদ ইসহাক, প্রফেসর ড.গোলাম কিবরিয়া প্রমূখ ৷
মহেশখালী পেশাজীবী সমিতি লিমিডেট এটি একটি সামাজিক সংগঠন, এ সংগঠনের পক্ষে থেকে মহেশখালীর শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে থাকেন।
এসময় উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা সহ বিশ্ববিদ্যালয় থেকে চাকুরী শেষে অবসর নেওয়া শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান স্থলে মোহনীয় দ্বীপ মহেশখালী ব্রান্ডিং বুকের মোড়ক উন্মোচন করেন-
মহেশখালী-কুতুবদিয়ার জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।