গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ উপজেলা
মহেশখালীতে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট) কার্ড বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ জানুয়ারী) উপজেলা সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড বিতরণ শুভ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা।
পরে বেলুন ও কবুতর উডিয়ে প্রথম স্মার্ট কার্ডটি গ্রহণ করেন।
মহেশখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।
পরে পর্যায়ক্রমে বিভিন্ন সুধীজন মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের হাতে স্মার্ট কার্ড বিতরণ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলন্দু কিশোর পালের সভাপতিত্ব ও মহেশখালী কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ , মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান আবু হায়দার,মহেশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম,উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাশ সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান-
মহেশখালী উপজেলার পৌরসভা ও ৮ ইউনিয়নের ২ লক্ষ কার্ড প্রস্তুত রয়েছে। উক্ত কার্ড নিতে কোন প্রকার টাকা দিতে হবে না। পুরাতন কার্ডটি নিয়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করার আহবান করা হয়।