গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ছোট মহেশখালীর ঐতিহ্য পরিবারের কৃতি সন্তান ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম।
সোমবার (১০ জানুয়ারী) বিকেল ঢাকা থেকে নিজ ইউনিয়ন ছোট মহেশখালী ফেরার পথে মহেশখালী জেটি ঘাটে ও তার নিজ ইউনিয়ন ছোট মহেশখালীতে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন হাজারো দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের জনসাধারণ।
পরে নৌকার প্রাথীকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিশাল গাড়ির বহর নিয়ে ছোট মহেশখালী ইউনিয়নে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় রাস্তার দুইপাশে অসংখ্য নারী পুরুষ তাকে স্বাগত জানায়।
এসময় চেয়ারম্যান প্রার্থী মাস্টার এনামুল করিম সাধারণ মানুষকে দুই হাত নেড়ে অভিবাদন জানান।
পরে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সামনে লম্বঘোনা বাজার চত্বরে এক সংবর্ধনা সমাবেশে মিলিত হন তিনি।
উক্ত সমাবেশে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাস্টার এনামুল করিম দলীয় নেতাকর্মী ও অত্র ইউনিয়নের সাধারণ জনগণের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন।
আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে সমাবেশে শেষে শোকরানা মোনাজাত করেন মৌলানা কাজী আহম্মদ হোসাইন।
সমাবেশে সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাস্টার এনামুল করিম কৃতজ্ঞতা জানিয়ে বলেন-
শুরুতে বিনম্রচিত্তে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের প্রয়াত সকল চেয়ারম্যানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
পাশাপাশি আজকে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে যে সম্মানিত করেছে তারজন্য দলের মনোনয়ন বোর্ড সকল নেতৃবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য আমাকে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে।
আমি ভোগের জন্য নির্বাচন করছিনা, আমি জনগণের মাঝে ত্যাগের উদ্দেশ্যেই নির্বাচন করছি।
সবসময় এজনপদের মানুষের সাথে মিশে ছিলাম আছি এবং আমৃত্যু থাকবো।
তিনি আরও বলেন, আমি জনগণ ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদপুষ্ট হয়ে নৌকা প্রতীকে ভোটে দাড়িয়েছি।
তাই জনগেণের ভোটে নৌকা প্রতীক বিজয় হবেই ইনশাআল্লাহ।
১টি ইউনিয়নকে সাজাতে ও উন্নয়ন করতে হলে সরকারের প্রতিনিধি ছাড়া কখনও সম্ভব না।
তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী,ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম।