গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালীর উপজেলার ক্রাইমজোন হিসেবে পরিচিত কালামারছড়ায় ১৯ জানুয়ারী ভোররাতে র্যাব অভিযান চালিয়ে ,৪টি বন্দুক ৪ রাউন্ড কার্তুজসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের একজন সোনাদিয়ার নুরু মিয়ার পুত্র ছৈয়দুল করিম , অন্যজন হোয়ানক কেরুনতলী এলাকার ওমর আলীর পুত্র খাইরুল আলম।
তাদের কাছ থেকে ৪ টি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে,র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা রুজু হয়েছে।
3 র্যাব এর সিনিয়র সহকারী পরিচালাক মোঃ আবু সালাম চৌধুরী
র্যাব-১৫ সূত্রে জানা যায় -১৯ জানুয়ারী ভোররাতে র্যাব -১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার কালামার ছড়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখে রাস্তার উপর কয়েকজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪ টার দিকে র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় পৌঁছে।
এ সময় র্যাব এর উপস্থিতি টেরপেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হন ।
এদের একজন খায়রুল আলম(২৫),তিনি হোয়ানকের কেরুনতলী এলাকার জনৈক ওমর আলীর পুত্র, অপরজন কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার নুরু মিয়ার পুত্র ছৈয়দুল করিম(৩৩)।
এ সময় ওই গ্রুপের আরও ২-৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তল্লাশী করে ৪ রাউন্ড কার্তুজসহ ২ টি একনলা বন্দুক ও ২ টি ওয়ানশুটারগান উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায় -গ্রেপ্তার কৃত সন্ত্রাসীরা এলকায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
তাদের গ্রেপ্তারের সংবাদ এলাকায় প্রকাশ হলে,সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস পেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।