গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলা বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার ফেরদৌস হত্যা মামলার প্রধান আসামী মোঃ জাবেদ চট্টগ্রামে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।
গত ০৬ ফেব্রুয়ারী রাতে লবণের মাঠে পানি চলাচলের তুচ্ছ বিষয়ে জের ধরে ফেরদৌস প্রকাশ (কালা বদা)কে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
উক্ত হত্যা কান্ডের ঘটনা নিয়ে ০৭ ফেব্রুয়ারী
ফেরদৌসের চাচা মৌলভী নুরুল হক বাদী হয়ে ১৯ জনকে আসামী করে মহেশখালী থানায় একটি হত্যা মামলা রুজু করে।
সেই থেকে আসামীরা পলাতক,গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারী র্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম থেকে উক্ত মামলার প্রধান আসামী মোঃ জাবেদ(২৭) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত জাবেদ(২৭) স্থানীয় আজম খাঁন এর পুত্র বলে জানা যায়।
ফেরদৌস হত্যা মামলার প্রধান আসামী জাবেদ (২৭) কে, ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব-৭।
উক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই (পিপিএম)