গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
আজ শনিবার ২৬ শে মার্চ,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে দ্বীপ উপজেলা মহেশখালীতে বিনম্র শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
আজ প্রথম প্রহরে কক্সবাজার-২,মহেশখালী- কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় রাজনীতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহেশখালী উপজেলা চত্বরে আগুনে পরশ মণিতে
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এরপর উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন বিনম্র শ্রদ্ধায় পুস্প স্তবক অর্পন সহ মহেশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় সঙ্গীত পাঠ শেষে বেলুন উড়িয়ে পায়রা মুক্ত করার পর কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ এবং বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হাই পিপিএম সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় রাজনীতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
রাতে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।