নিজস্ব প্রতিনিধি,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও চাঁদাবাজি মামলা দায়ের করেছেন এক নারী।
আজ শনিবার (২৮মে) ২০২২ইং বাদী পক্ষের আইনজীবী উবাথোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেন।এ মামলার অভিযুক্ত সাবেক চেয়ারম্যান হাবীব উল্লাহ বলেন, মামলার বাদী ও স্বাক্ষীরা পরস্পর যোগসাজসে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলার বাদীর বিরুদ্ধে ইতিমধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান আছে।
বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি এ্যাডভোকেট বাচিং থুয়াই মার্মা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আদালত ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম কে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান এইপ্রতিবেদকে