গাজী মোহাম্মদ আবু তাহের
দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমার ছড়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯শে জুন রবিবার রাত ৯ টায় কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অফিস পাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজনেরা পাহাড়ের কিনারা থেকে পাহাড় ধসের মাটি কেটে শিশুটির লাশ উদ্ধার করে।
নিহত শিশু স্থানীয় গোরা পুছোন এর ছেলে রবিউল হোসেন(৫) বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়-
১৯ জুন রবিবার বিকালে বৃষ্টির সময় খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে শিশুটির সন্ধান পাওয়া যায়নি তার পরিবার।
পরে রাত ৯ টার দিকে স্থানীয় এক শিশুর দেখিয়ে দিলে উক্ত স্থানে পাহাড় ধসের মাটি কাটলে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।
এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন বলেন, পাহাড় ধসে শিশুর মৃত্যুর বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।