শিশু বড়ুয়া
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক (৩২) নামের একজনকে আটক করতে সক্ষম হয়েছে র্যা ব-১৫ এর একটি টিম। আটক ব্যক্তি একই উপজেলার ঘুমধুম পশ্চিম পাড়া এলাকার মৃত দুদু মিয়ার পুত্র বলে জানা গেছে।
জানা যায়, র্যা ব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (০৭ জুলাই) বেলা ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম এলাকায় অভিযান পরিচালনা করে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ উক্ত মোজাম্মেল হককে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।