গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মহেশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
১৭ আগস্ট বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ততকালিন ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
মহেশখালী উপজেলা দলিয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি মহেশখালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় দলীয় কার্যালয়ের সমনে এসে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২, (মহেশখালী কুতুবদিয়া) আসনের জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন-
২০০৫ সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে সারা দেশে সিরিজ বোমা হামলার মধ্য দিয়ে দেশে নতুন করে সন্ত্রাস নৈরাজ্যের উস্কানি দিয়েছিল।
জোট সরকার চেয়েছিল দেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে।
কিন্তু ২০০৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ আবারো শান্তি শৃঙ্খলায় ফিরে আসে।
তারই ধারাবাহিকতায় টানা তিনবার রাষ্ট্রয় ক্ষমতায় আসে,আওয়ামী লীগের সঠিক নেতৃত্বে বাংলাদেশকে আজ মধ্য আয়ের দেশ হিসেবে রুপান্তর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা.নুরুল আমিন,সিনিয়র সহ-সভাপতি এম.আজিজুর রহমান বিএ,মহেশখালী পৌর আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম, মাস্টার লিয়াকত আলী,যুগ্ন-সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ।
উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য,বৃহত্তর গোরকঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামশুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,এম রফিকুল ইসলাম (বিএ) উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম,সিনিয়র যুগ্ন আহবায়ক ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল,মহেশখালী পৌর যুবলীগের আহবায়ক ঠিকাদার মোহাম্মদ মামুন,উপজেলা শ্রমিক লীগের আয়বায়ক জসিম উদ্দীন,সদস্য সচিব নজরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ পুতু,সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বাবু,মহেশখালী পৌর ছাত্রলীগের সভাপতি হাসান মোর্শেদসহ উপজেলা,পৌরসভার,ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীগণ।