রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে কলাবোঝাই চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২নং কালভার্ট) এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার ইলিয়াস হোসেন (৪৫) ও সাজেক মাচালং এলাকার অনন্ত ত্রিপুরা (৪০)।
স্থানীয়রা জানান, সকালে মাচালং বাজার থেকে একটি জিপগাড়ি কলা বোঝাই করে বাঘাইহাট বাজারে আসছিল। পথে ওই স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক (নুর ) জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়িটির চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।