1. shahalom.socio@gmail.com : admin :
  2. zahangiralam353@gmail.com : Channel Inani :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এস.এসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 উখিয়া ৯৯ ব্যাচ ১৩ রানে জয়ী চট্টগ্রামে চাঁদা চেয়ে আটকে বৃদ্ধকে হুমকি মারধরের দায়ে আটক ৩ নারী চট্টগ্রাম জেলায় এবার ৬ ওসি বদল দক্ষিণ কাট্রলী আব্দুর পাড়া ব্লাড ডোনেশন সোসাইটির কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুলাহাজারায় ট্রেন দেখতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত নগরীর হালিশহরের ৩ আসামি গ্রেফতার ঢাকায়। চট্টগ্রামের বোয়ালখালতে অভিমান করে স্কুল ছাত্রর আত্মহত্যা Thailänder Women Personal ads For Matrimony to West Man চমেক হাসপাতালে রামুর রিমন শর্মা নামেপরিচিত এক দালাল গ্রেফতার ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের একমাত্র মাপকাঠি কুরআন-সুন্নাহ

মহেশখালীতে জমি বন্ধকের বিরোধের জের, স্বপন কান্তিদে নেতৃত্বে এলোপাতাড়ী মারপিট, আহত ৩,থানায় এজাহার দায়ের

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

মহেশখালীতে জমি বন্ধকের বিরোধের জের, স্বপন কান্তিদে নেতৃত্বে এলোপাতাড়ী মারপিট, আহত ৩,থানায় এজাহার দায়ের!

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী

মহেশখালী উপজেলা শাপলাপুর ইউনিয়নের মিঠা ছড়ি হিন্দু পাড়ায় এলাকায় ২১ সেপ্টেম্বর রাত অনুমান ৯ টার সময় জমি বন্ধকের বিরোধের জের ধরে স্বপন কান্তিদে নেতৃত্বে একদল দূর্বিত্ত ধারালো দা , লোহার রড , লাঠিসোটা ইত্যাদি সহকারে বে-আইনী জনতা গঠন পূর্বক শাপলাপুর মিঠাছড়ি হিন্দুপাড়াস্থ পরিমল কান্তি দে ( ৩২ ) এর বসত বাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ী মারপিট করে ৩ জনকে আহত করার ঘটনায় পরিমল কান্তি দে (৩২) বাদী হয়ে স্বপন কান্তিদে (৪৫) কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে
মহেশখালী থানা একটি এজাহার দায়েরের করেন।

মহেশখালী থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়-

জমি বন্ধকীর বিষয়ে পরিমল কান্তি দে সাথে স্বপন কান্তিদে (৪৫) এর সাথে বিরোধ থাকায় দীর্ঘদিন ধরে স্বপন কান্তিদে,পরিমল কান্তি দে কে নানা ভাবে অত্যাচার – নির্যাতন সহ হয়রানী করিয়া আসিতেছে।

গত ২১ সেপ্টেম্বর রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় স্বপন কান্তিদে (৪৫) এর নেতৃত্বে একদল দূর্বিত্ত ধারালো দা , লোহার রড , লাঠিসোটা ইত্যাদি সহকারে বে – আইনী জনতা গঠন পূর্বক পরিমল কান্তি দে বসত বাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করিয়া তাকে আক্রমন করে এলোপাতাড়ী মারপিট করতে থাকে ।

পরিমল কান্তি দে এর শোর চিৎকার শুনিয়া তার মা আরতি বালা দে ও ভাইয়ের স্ত্রী মনজু দে আগাইয়া আসলে দূর্বিত্তরা লোহার রড দিয়া তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে।

তাদের শোর চিৎকার শুনিয়া আশ পাশের লোকজন আগাইয়া আসিতে দেখিলে দূর্বিত্তরা পরিমল কান্তি দে
শার্টের বুক পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা নিয়া চলিয়া যাওয়ার সময় এই বিষয়ে মামলা মোকদ্দমা করিলে পুনরায় মারপিট সহ মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন করে ।

পরে স্থানীয় লোকজনেরা আহতদের কে মহেশখালী হাসপাতালে নিয়া আসে এবং চিকিৎসার ব্যবস্থা করে।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন-

তারা পরস্পর নিকট আত্মীয় ও প্রতিবেশি,জমি বন্ধকের বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের একাধিক বৈঠক হয়েছিল।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব কুমার চৌধুরী সাথে যোগাযোগ করা
হলে তিনি জানান-

উক্ত বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি,তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com