মহেশখালীতে জমি বন্ধকের বিরোধের জের, স্বপন কান্তিদে নেতৃত্বে এলোপাতাড়ী মারপিট, আহত ৩,থানায় এজাহার দায়ের!
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী উপজেলা শাপলাপুর ইউনিয়নের মিঠা ছড়ি হিন্দু পাড়ায় এলাকায় ২১ সেপ্টেম্বর রাত অনুমান ৯ টার সময় জমি বন্ধকের বিরোধের জের ধরে স্বপন কান্তিদে নেতৃত্বে একদল দূর্বিত্ত ধারালো দা , লোহার রড , লাঠিসোটা ইত্যাদি সহকারে বে-আইনী জনতা গঠন পূর্বক শাপলাপুর মিঠাছড়ি হিন্দুপাড়াস্থ পরিমল কান্তি দে ( ৩২ ) এর বসত বাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ী মারপিট করে ৩ জনকে আহত করার ঘটনায় পরিমল কান্তি দে (৩২) বাদী হয়ে স্বপন কান্তিদে (৪৫) কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে
মহেশখালী থানা একটি এজাহার দায়েরের করেন।
মহেশখালী থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়-
জমি বন্ধকীর বিষয়ে পরিমল কান্তি দে সাথে স্বপন কান্তিদে (৪৫) এর সাথে বিরোধ থাকায় দীর্ঘদিন ধরে স্বপন কান্তিদে,পরিমল কান্তি দে কে নানা ভাবে অত্যাচার – নির্যাতন সহ হয়রানী করিয়া আসিতেছে।
গত ২১ সেপ্টেম্বর রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় স্বপন কান্তিদে (৪৫) এর নেতৃত্বে একদল দূর্বিত্ত ধারালো দা , লোহার রড , লাঠিসোটা ইত্যাদি সহকারে বে – আইনী জনতা গঠন পূর্বক পরিমল কান্তি দে বসত বাড়ীর উঠানে অনধিকার প্রবেশ করিয়া তাকে আক্রমন করে এলোপাতাড়ী মারপিট করতে থাকে ।
পরিমল কান্তি দে এর শোর চিৎকার শুনিয়া তার মা আরতি বালা দে ও ভাইয়ের স্ত্রী মনজু দে আগাইয়া আসলে দূর্বিত্তরা লোহার রড দিয়া তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে।
তাদের শোর চিৎকার শুনিয়া আশ পাশের লোকজন আগাইয়া আসিতে দেখিলে দূর্বিত্তরা পরিমল কান্তি দে
শার্টের বুক পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা নিয়া চলিয়া যাওয়ার সময় এই বিষয়ে মামলা মোকদ্দমা করিলে পুনরায় মারপিট সহ মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন করে ।
পরে স্থানীয় লোকজনেরা আহতদের কে মহেশখালী হাসপাতালে নিয়া আসে এবং চিকিৎসার ব্যবস্থা করে।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন-
তারা পরস্পর নিকট আত্মীয় ও প্রতিবেশি,জমি বন্ধকের বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের একাধিক বৈঠক হয়েছিল।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব কুমার চৌধুরী সাথে যোগাযোগ করা
হলে তিনি জানান-
উক্ত বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি,তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।