ডেস্ক রিপোর্ট
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার কাছে স্কুলব্যাগের আবদার করে না পেয়ে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়া থানা পুলিশ উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, নিহত নীলা (১১) ওই গ্রামের শ্রমিক সোহেল কবিরাজের মেয়ে ও তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিহত স্কুলছাত্রীর পরিবারের বরাতে জানা যায়, নীলা কয়েকদিন ধরে একটি নতুন স্কুলব্যাগ কিনে দেয়ার জন্য পরিবারের কাছে বায়না করে। আর্থিক সঙ্গতি না থাকায় তাকে তার শ্রমজীবী বাবা ব্যাগ কিনে দিতে পারেননি। এতে অভিমান করে দুপুরে পরিবারের সবার অগোচরে বাড়ির পুরাতন ঘরে ঢুকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় নীলা। অনেকক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন ওই ঘরে আসলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: অগ্রভূলাট সীমান্তে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, বিকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে নীলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পরিবারের সাথে অভিমান করে নীলা আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে বলেও জানান তিনি।