ডেস্ক রিপোর্ট
রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন শেখ পরশ।
শুক্রবার যুবলীগ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত গোটা বাংলাদেশে যে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে, তার জবাব যুবলীগ সংগঠন হিসেবে যেকোনো সময় দেওয়ার সক্ষমতা রাখে। সেই প্রমাণ ১১ নভেম্বরের মহাসমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, চ্যালেঞ্জ এবং দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের ১১ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে হবে। কারণ আমাদের উপলব্ধি করতে হবে কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যুবলীগকে এ মহাসমাবেশ আয়োজন করার কথা বলেছেন।
শেখ পরশ বলেন, স্বাধীনতাবিরোধীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তাতে রাজনৈতিক শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করা এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ওদের সতর্ক করতে চাই, ঐ স্বাধীনতাবিরোধীদের মোকাবিলার করার জন্য যুবলীগ একাই একশ।