জাহাঙ্গীর আলম
কক্সবাজার, সদরের ছনখোলা এলাকা থেকে ২২ বছর ধরে আত্মগোপনে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
শনিবার রাতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ছনখোলায় এলাকায় অভিযান চালিয়ে একজন অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সলিমুল্লাহ ৫০ কে আটক করেছেন র্যাব সদস্যরা সে দক্ষিণ পাহাড়তলী এলাকার আব্দুল মজিদ এর ছেলে, জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী সলিমুল্লাহ, ১৯৯৯ সালের উক্ত অস্ত্র মামলার সাথে জড়িত বলে স্বীকার করে এবং তারপর থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর ধরে ভুয়া পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী সলিমুল্লাহ এর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার জেলার সদর মডেল থানার মামলা নং-১৩(০৮)৯৯, জিআর নং-২৪৯/৯৯, ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(A)(F) ধারা মোতাবেক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।