গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন-তৃণমুল আওয়ামীলীগের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা
১২ই নভেম্বর শনিবার বিকাল ৪টায় বড় মহেশখালী নতুন বাজার মাঠে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন এর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের শুভ উদ্বোধন করেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনৈতিকবিদ আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।
ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২২ ইং এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশের আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন-
কক্সবাজার-২, (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।,ককসবাজার জেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা ডাঃ নুরুল আমিন,জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,কালারমারছড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি তারেক বিন ওসমান শরীফ,মহেশখালী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ আহাম্মদ কবির, মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু হায়দার,ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল হাসান,আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম,সিনিয়র যুগ্ন-আহবায়ক ও কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল,বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এসএম বেলাল,কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
সম্মেলনে বক্তারা বলেন-
দেশে উন্নয়ন হচ্ছে,মানুষ শান্তিতে বসবাস করছে,শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রগতি হচ্ছে ,আধুনিক রাষ্টের সাথে এগিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে একটি চক্র গভীর ষঢযন্ত্রে লিপ্ত।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায়নে তৃণমূল আওয়ামীলীগকে সকল বেদাবেধ ভূলেগিয়ে কাজ করতে হবে।
তৃণমুল আওয়ামীলীগের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা।
খালি হাতে ফিরবে না কোন লোক আওয়ামী লীগের দরবারে একটু আগে বা পরে ধর্য্য ধরে থাকুন। অবশ্যই ধর্য্য ধরার সফলতা পাবেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য,পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু।
বক্তব্যে রাখেন-
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফোরকান বিএ,বীর মুক্তিযোদ্ধা মাস্টার লেয়াকত আলী,বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহাম্মদ, মহেশখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম (বিএ),প্রভাষক এহেছানুল করিম,মোস্তাক আহাম্মদ তালুকদার, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন,মাস্টার এনামুল করিম,জহিরুল ইসলাম সিকদার,শান্তি লাল নন্দী,উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ শানু,বড় মহেশখালী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শওকত ওসমান সহ আওয়ামী লীগ,যুবলীগ,
ছাত্র লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।