মোহাম্মদ রাশেদ
উখিয়া উপজেলার কুতুপালং সংলগ্ন ক্যাম্প-৩ থেকে সোমবার ২১-১১-২০২২ ইং তারিখে এক রুহিঙ্গার কাছ থেকে ৯টি (বক) পাখি উদ্ধার করা হয়।
ক্যাম্প-৩ সাইট ম্যানেজমেন্ট এজেন্সি হেলভেটাস এর সহায়তায় আইইউসিএন বাংলাদেশ(IUCN-BD) নামে একটি সংস্থা (বক) গুলো উদ্ধার করেন।
উদ্ধারকৃত বগ ক্যাম্প-৩ সিআইসি স্যারকে অবগত করে আইইউসিএন বাংলাদেশ(IUCN-BD)টিম বাংলাদেশ বনবিভাগ রেঞ্জ অফিসারের কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন (বক) গুলোকে বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে ধরা হয়েছিলো,যার ফলে কিছুটা অসুস্থতা দেখা দিয়েছে।চিকিৎসার মাধ্যমে সুস্থতায় ফিরিয়ে আসলে (বক) গুলো বনের মাঝে নিরাপদে অবমুক্ত করবে বলে জানিয়েছেন।
আইইউসিএন (IUCN-BD) এর এলিফ্যান্ট রেসপন্স টিম মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি বন্য পশু পাখি উদ্ধার ও অবমুক্ত করনের কাজ করে থাকেন।
এছাড়া তারা সচেতনতা বৃদ্ধি করনের লক্ষ্যে তাদের কমিউনিটিতে কাজ করেন বলে জানিয়েছেন।
আইইউসিএন (ICUN-BD) কর্মকর্তা আরো জানিয়েছেন।
প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে পশুপাখির ভূমিকা অপরিসীম। পশুপাখি আমাদের পরিবেশ বাঁচাতে সহায়তা করে। কিছু অণুজীব যেমন ব্যাকটেরিয়া আমাদের পরিবেশ পরিষ্কার করতে সহায়তা করে অন্যরা বাতাস থেকে বিনামূল্যে নাইট্রোজেন রূপান্তর করে এবং শিকড়গুলি খাওয়ানোর মাধ্যমে উদ্ভিদের সাহায্য করে।
তাই প্রকৃতিকে বাচাতে হলে সবাইকে সজাগ ও সচেতন হতে হবে।যে যার যার জায়গা থেকে পশু পাখির নিরাপত্তা ও অবমুক্ত করনে কাজ করে যাওয়ার জন্য অনুরোধ করেছেন