সরওয়ার কামাল মহেশখালী
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মাহিয়ান( ৭) এর লাশ তিন দিন পর সন্ধান মিলেছে পার্শ্ববর্তী পেকুয়ায়।
জানাযায় মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল গ্রামের আয়াত উল্লাহ’র কিশোরী কন্যা মাহিয়ান বাড়ীর পাশের সাইরার ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্রী।। প্রতিদিনের মতো গত বুধবার সকালে স্কুলে গিয়ে বিকাল পর্যন্ত বাড়ীতে ফিরে না অাসায় মা-বাবা সহ অাত্বীয় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে হতাশ হয়ে যায়। পরের দিন কিশোরীর পিতা মহেশখালী থানায় একটি জিডি করেন। এর সূত্র ধরে পুলিশ সম্ভাব্য স্থানে তল্লাশী চালান । এ অবস্থায় ৩রা ডিসেম্বর শনিবার দুপুর ২ টায় পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ার করিয়া দিয়ায় কিশোরীর সন্ধান মিলে । সন্ধান মিললে ও জীবিত উদ্ধার হয়নি। উদ্ধার হয়েছে ক্ষত বিক্ষত লাশ । এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো মাতারবাড়ীতে চলছে শোকের মাতম ।। মাতারবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।