প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) উখিয়া উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। সভাপতি হিসেবে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম আর আয়াজ রবি ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (১১-ডিসেম্বর) বিকাল ৩টায় ইনানী বীচ ক্যাফেতে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
জেলা সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষর ২১ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২১ জনের কমিটিতে অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন-সিনিয়র সভাপতি সৈয়দ হোসাইন, সহ সভাপতি একেএম নুরুল হুদা ভুইয়া, আব্দুস সালাম সাধার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল আলম রহমত, সাংগঠনিক সম্পাদক বেদার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসাইন সোহাগ, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ জয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবদুল করিম, নদী ও জলবায়ু সম্পাদক মোঃ ইউসুফ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজিম উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রুবেল পারভেজ, আপ্যায়ন সম্পাদক সিরাজুল হক, নির্বাহী সদস্য আনোয়ার হোসাইন চৌধুরী, নির্বাহী সদস্য শামসুল হক ও নির্বাহী সদস্য জসিম উদ্দিন।