গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
আজ সকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশন (ভূমি)মোঃ ইয়াছিন এর কাজ থেকে মহেশখালী উপজেলার নতুন সহকারী কমিশনার(ভূমি)এ এফ এম শামীম (১৮৭৫০) দায়িত্ব গ্রহন করেন।
আশা করি নতুন সহকারী কমিশনার (ভূমি),এ এফ এম শামীম ( ১৮৭৫০ ) এর হাত ধরে মহেশখালী উপজেলা
( ভূমি ) অফিসের সেবার মান বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করেন মহেশখালী উপজেলা বাসী।
গত ৩০ শে অক্টোবর মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামের বদলী জনিত কারণে সহকারী কমিশনার ভূমি মহেশখালীর পদটি শূন্য ছিল। অদ্যকার পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন।