এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির প্রেস ব্রিফিং, ৩ মাসে দের কোটি টাকার অবৈধ মালামাল উদ্ধার। এতে তথ্য প্রকাশ করেন,তারা ২২ ডিসেম্বর বৃহস্পতিবার ১ দিনে ৫৭ টি চোরাই গরু জব্দ করেছেন।
বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) বিকেলে ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম প্রেস ব্রিফিং এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন,সম্প্রতি সীমান্তে কিছু দূষ্কৃতিকারী চোরাইপথে গরু নিয়ে আসছে। যা আটকে বিজিবি খুবই আন্তরিক। এ কারণে বিজিবি নিয়মিত গরুসহ চোরাইপণ্য আটক করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) ভোরে ১১ বিজিবি অধিনস্ত তীরের ডিবা বিওপি ৩১ টি গরু জব্দ করে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয়
এ ছাড়া সীমান্তের অন্য কয়েকটি বিওপি এলাকা থেকে আরো ২৬ টি গরুসহ মোট ৫৭ টি গরু জব্দ করে তারা।
তিনি আরো বলেন, এভাবে গরুসহ চোরাইপণ্য আটকে বিজিবি আন্তরিকভাবে তৎপর রয়েছে।
তার দেয়া তথ্য মতে, বিজিবি গত ৩ মাসে চোরাই গরু সহ অন্যান্য পণ্য আটক করেছে ৩ কোটি আটান্ন লক্ষ সাইত্রিশ হাজার টাকার চোরাচালানী জব্দ করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি কমান্ডার বলেন,তারা সীমান্তের অসহায় গরীব মানুষের পাশে থেকে শিক্ষা,চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান পণদান করেন। এতে আরো উপস্থিত ছিলেন ১১ বিজিবি এমও ক্যাপ্টেন রাফি উস হাসান।