এম হাবিবুর রহমান রনি নাইক্ষংছড়ি
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ মাতৃকার সেবায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সদস্যগণ সার্বক্ষনিক নিয়োজিত থেকে
গবাদিপশুসহ সকল ধরণের চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচলনা করে যাচ্ছে।
এরই ধারাবাহিতকতায় ৩১ ডিসেম্বর গভীর রাতে আশারতলী বিওপি কর্তৃক ০১টি বার্মিজ গরু, ০১টি মোটরসাইকেল এবং বাংলাদেশী নগদ – তিন লক্ষ টাকাসহ (১) মোঃ ইউসুফ (২৮), পিতাঃ মোঃ জাফর আলম (২) মোঃ শহিদুল আলম (২৪), পিতাঃ মোঃ ছুরাত আলম (৩) মোঃ রুফাইদুল ইসলাম (২৩), পিতাঃ মোঃ হাফেজ আহমদ উভয়ের গ্রাম-কম্বোনিয়া (৭নং ওয়ার্ড),নাইক্ষংছড়ি জেলা- বান্দরবানদেরকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও (১) গিয়াস উদ্দিন (৪৮) পিতাঃ নজির আহাম্মদ (২) ফকির আহম্মদ (৩৫) পিতাঃ কবির আহাম্মদ উভয়ের গ্রাম-চেরারকুল ,থানা-নাইক্ষ্যংছড়ি জেলা-বান্দরবান পলাতক রয়েছে।
আটককৃত বার্মিজ গরু, মটর সাইকেল এবং উদ্ধারকৃত টাকাসহ আনুমানিক সিজার মূল্য- পাঁচ লক্ষ দশ হাজার টাকা। আটককৃত আসামি এবং জব্দকৃত মালামাল নাইক্ষ্যংছড়ি থানায় জমা করা হয়েছে।
১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ গরু, মাদকদ্রব্য পাচার, অস্ত্র, অবৈধ কাঠ পাচার পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি‘র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।