গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাইরার ডেইল এলাকার জৈনিক হোছাইন এর কন্যা মোছাম্মদ আশেকান (১৮) নামে এক যুবতী ৭ জানুয়ারী বিকাল ৩ ঘটিকার সময় নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে রহস্যজনক মৃত্যুবরণ করেন।
পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা বদরখালী হাসপাতালে নেওয়ার পথে অনুমান ৩.৪৫ ঘটিকার সময় মৃত্যু বরন করেন বলে নিহতের পরিবারিক সূত্রে জানা যায়।
যুবতীর মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র-প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা এই নিয়ে চলছে নানা গুঞ্জন।
মহেশখালী থানা পুলিশ ঘটনার পরপরই অফিসার ইনচার্জ (ওসি)প্রনব চৌধুরীর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রনব চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন-
পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্থানীয় তদন্তে জানা যায়।
তবে বিষয় টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।