মোঃ ওমর আলী. চকরিয়া
কক্সবাজারের চকরিয়া কাকারায় গরু সহ চোর আটক করে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় চকরিয়া থানায় হস্তান্তর করা হয়। আটককৃত গরু চোর ইউসুফ সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আহমদ কবিরের পূত্র।সে বর্তমানে কাকারা ২ নং ওয়ার্ড নরসিংদী পাহাড়ে বসবাস করছে।
আটককৃত গরু চোর ইউসুফ এসএমচর স্কুল পাহাড়ের বাসিন্দা মরহুম আবু তাহেরের ছেলে আবু সালামের মেয়ে জামাই।
শ্বশুর বাড়ী পরিবারের সহযোগিতায় সে সব অপকর্মে লিপ্ত আছে। এই গরু চোরকে সহযোগিতাকারীদের এলাকা থেকে উচ্ছেদ পূর্বক শাস্তি দাবী করেছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিগণ।