গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালীর গহীন পাহাড়ে পুলিশের অভিযান,অস্ত্র ও মাদক তৈরীর কারখানার সন্ধান লাভ,বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।
মহেশখালী থানা সূত্রে জানা যায়-
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকার বারইখইল্লা ঘোনার গহীন পাহাড়ের ভিতর ২৪ শে জানুয়ারী বিকালে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরীর নেতৃত্বে সঙ্গী ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি অস্ত্রের কারখানা এবং মাদক কারখানার সন্ধান পাওয়া যায়।
পুলিশ অস্ত্র ও মাদক তৈরীর কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর বিভিন্ন যন্ত্রাংশ এবং অস্ত্রতৈরির উপাদান লেদ মেশিন, দেশীয় তৈরীর অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরীর লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুদের খোসা ইত্যাদি দেশীয় অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামা জব্দ করে।
পাহাড়ের গহীনে পুলিশের অভিযানে উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির কারখানার সাথে জড়িতরা পালিয়ে যায়।
অস্ত্র তৈরির কারখানার অদূরেই একই মালিকানাধীন একটি দেশীয় তৈরির চোলাই মদের কারখানা সন্ধান পাওয়া যায়।
দেশীয় তৈরির চোলাই মদের কারখানা থেকে পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়-
অস্ত্র এবং মাদক কারখানার সাথে স্থানীয়১। রবিউল হোসেন প্রঃ রবি (৩৫)
২। মনির (৩০)৩।মানিক ( ৩৫)
জড়িত। তারা বহুদিন ধরে উক্ত জায়গায় অস্ত্র এবং মাদক কারখানা এর মাধ্যমে দেশীয় অস্ত্র এবং চোলাই মদ চাহিদা মত দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন-
এই ব্যাপারে পৃথকভাবে অস্ত্র এবং মাদক আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অস্ত্র ও মাদক তৈরীর সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।