মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ
টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়াস্থ হেচ্ছার খাল এখন ইয়াবা আইস সহ মাদক নিয়ে আসার নিরাপদ রুটে পরিনত হয়েছে। সন্ধ্যারপর জোয়ার আসার সাথে সাথে শুরু হয় মিয়ানমার থেকে ছোট ছোট নৌকা যোগে মাদক আসার পাল্লা চলে বলে স্থানীয় লোকজন জানান। সুত্রে জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত কয়েক জন এই মাদক সিন্ডিকেটের মুল হোতা। এদের মাধ্যমে মাদকের বড় বড় চালান এনে উক্ত এলাকাসহ পৌরসভার বিভিন্ন দরিদ্র লোকজনদের বাড়িতে মজুদ করে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে চালান দেয়। ইহা এখন নিত্য নৈমিত্তিক সুচিতে পরিনত হয়েছে।
এদিকে টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপের আমলে যখন ইয়াবা মাদক পাচারকারী দেরকে আটক ও ক্রসফায়ার দেওয়া হচ্ছে, তখন ঐ মাদক সিন্ডিকেটের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে ছিল। প্রদীপ যুগের অবসান হওয়ার সাথে সাথে আবার ঐ মাদক সিন্ডিকেটের সদস্যরা এলাকায় এসে পুরোদমে মাদকের ব্যবসা শুরু করেছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। এই সিন্ডিকেটের সাথে আরও একটি বড় সিন্ডিকেট রযেছে। তাদের কাজ হচ্ছে দেশের অভ্যান্তরে বিভিন্ন কৌশলে ইয়াবা ও আইস পাচার করা। এই সিন্ডিকেটকে সার্বক্ষনিক সহযোগিতা করে যাচ্ছে উক্ত এলাকার কয়েক জন ইয়াবা গডফাদার। সেখানে ১০ /১৫ জনের একটি সিন্ডিকেট রয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবী এই সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা না হলে টেকনাফ পৌরসভাসহ উপজেলার গোটা যুব সমাজ ধবংসের দ্বার প্রান্তে চলে যাবে বলে অভিমত ব্যক্ত করেন । এ ব্যাপারে তারা আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, আমরা সঠিক তথ্য পেলে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্হা নেব।